শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুসালেমে হাজার বছরের পুরনো প্রত্নত্ত্ব আবিষ্কার

ডেস্ক রিপোর্ট : ইসরাইলের প্রত্নতাত্ত্বিকরা একটি পার্কিং লটের নিচে মাটির তৈরি একটি বিরল প্রাচীন মাদুলির সন্ধান পেয়েছে। এটি ৯ম বা ১০ম শতাব্দী আব্বাসীয় আমলের একটি নিদর্শন বলে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন।ইসরাইলের ডেভিড শহরের একটি পার্কিং লটের জায়গায় খনন কাজ চালানোর সময় এটি আবিষ্কৃত হয়।
মাদুলিতে একটি আরবি প্রার্থনা রয়েছে যা দেখে বিশেষজ্ঞরা মনে করেন যে এটি মাদুলির স্বত্তাধিকারীকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছিল। এই তাবিজের স্বত্তাধিকারীর নাম করিম। ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী হিব্রু বিশ্ববিদ্যালয়ের রথবার্গ ইন্টারন্যাশনাল স্কুলের ড. নিতসান অমিতায়ির অনুবাদ অনুযায়ী, এতে খোদাই করা আছে, ‘করিম আল্লাহকে বিশ্বাস করে; আল্লাহ সমগ্র বিশ্বের প্রভু’।

জেরুজালেম ওয়ালস ন্যাশনাল পার্কের মধ্যে ডেভিড শহরের গীবতি পার্কিং লটের একটি ছোট কক্ষ খননকালে প্লাস্টারের স্তরের মধ্যে এই মাদুলিটি পাওয়া গেছে।
তবুও বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পারেননি যে, এই মাদুলিটি ইচ্ছাকৃতভাবে সেখানে রেখে দেওয়া হয়েছিল নাকি করিম নামের লোকটির কাছ থেকে হারিয়ে গিয়েছিল, কারন এটি একটি মজবুত দেয়ালে ছিদ্র করে রাখার মতো কোন চিহৃ নেই।গবেষকরা মনে করেন, এটি গয়না একটি অংশ ছিল বা কোন পাত্র সাজানোর জন্য ব্যবহার করা হয়েছিল।

ড. নিতজান অমিতায়ি বলছেন, এই নিদর্শনগুলোর শিলালিপি থেকে জানা যায় এগুলো আব্বাসীয় আমলের তৈরি। তবে এই ধরনের মাটির তৈরি বস্তু, বিশেষ করে অপেক্ষাকৃত ক্ষুদ্র এই নিদর্শনগুলো একটি বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউভাল গাদভ এবং ইজরায়েল প্রত্নতাত্ত্বিকের পরিচালকগণ ড. ইফতাহ শালভ বলেন, ‘বস্তুর আকার, এর আকৃতি, এবং এটির পাঠ্য নির্দেশ করে যে এটি একটি আশীর্বাদ এবং সুরক্ষাসূচক মাদুলি।’
তিনি হেরাতের সংবাদপত্রকে বলেছিলেন, এইরকম একটি মাদুলি ব্যক্তিগত সুরক্ষা লাভের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
প্রাচীনকাল থেকেই এসব মাদুলি শয়তানের খারাপ নজর থেকে সুরক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছিল।
খননকাজ চলাকালে একই জায়গায় থেকে একটি ল্যাম্প পাওয়া গেছে। যার গায়ে আব্বসিয় আমলের তারিখ খোদাই করা ছিল।
সূত্র : নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়