শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালতার জাত নেই, তবুও যাচ্ছে বিদেশে

মতিনুজ্জামান মিটু : চালতা ফলের অনুমোদিত জাত নেই। তবুও কয়েক বছর ধরে ধরে নিয়মিত বিদেশে যাচ্ছে। ২০১৭-২০১৮ বছরের মার্চ মাস পর্যন্ত অর্থবছরে বাংলাদেশের প্রায় ১১ মেট্রিক টন এবং ২০১৬-২০১৭ অর্থবছরে প্রায় মেট্রিক টন চালতা রপ্তানী হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই)’র উদ্ভিদ সংগনিরোধ উইং সূত্রে জানা গেছে।

ডিএই এর হিসেবে ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে এক হাজার ৬৬৪ হেক্টর জমিতে ১৫ হাজার ৮৭২ মেট্রিক টন চালতা উৎপাদন হয়। অযত্ন অবহেলায় বনে জঙ্গলে জন্মে চালতা। ক্যালসিয়াম ও শর্করাসহ পুষ্টিমানের চালতায় যথেষ্ট ঔষধিগুণও রয়েছে। কচি ফল পেটের গ্যাস, কফ ও পিত্তনাশক। পাকা ফলের রস চিনিসহ পান করলে সর্দিজ্বর উপশম হয়। রাঙ্গামটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট জেলায় বেশি হলেও দেশের অনেক স্থানে চালতা দেখা যায়। চাটনি আচার তৈরীতে ব্যবহার হয়। মাছ ও ডালের সঙ্গে রান্না করে খাওয়া হয়। এছাড়া চালতার টক রান্না বিশেষ করে গরমকালে বেশ জনপ্রিয়।

বছরব্যপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম ও কৃষি তথ্য সার্ভিসের টেশনিক্যাল পার্টিসিপেন্ট নাহিদ বিন রফিক বলেন, বর্তমানে সরকার অপ্রচলিত এবং বিলুপ্তপ্রায় ফলের উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। চালতা অপ্রচলিত ফল হলেও সারাদেশে এটি জনপ্রিয়। আভ্যন্তরিন চাহিদা বেড়ে যাওয়ায় ও নিয়মিত রপ্তানী হওয়ায় এফলের বানিজ্যিক গুরুত্ব অনেক বেড়েছে। তাই এই ফল সম্প্রসারণে সরকারি ও ব্যাক্তি পর্যায়ে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

দেশের হর্টিকালচার সেন্টার ও বেসরকারি নার্সারিগুলোতে চালতার চারা সংগ্রহের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটের হর্টিকালচার রিসার্স সেন্টারের চীফ সাইন্টিফিক অফিসার ড. মোনোরঞ্জন ধর বলেন, চালতার একটি অগ্রবর্তী লাইন নিয়ে গবেষণা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়