শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৮:৩৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিছিয়ে গেল অভিবাসী বিল সংক্রান্ত ভোটাভুটি

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: অভিবাসন চুক্তির ভোটাভুটির সময় পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেসেন্টিভ। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আইনপ্রণেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ঠিক কবে ভোটাভুটি হবে এ প্রসঙ্গেও এখনো পর্যন্ত কিছু জানা জায়নি।

দুই ঘণ্টার বৈঠকের পর বৃহস্পতিবার রিপাবলিকান প্রতিনিধি জেফ ডেনহাম বলেন, ‘আগামী সপ্তাহ পর্যন্ত আমরা ভোটাভুটি স্থগিত করেছি। নতুন কোনো সমঝোতায় আসা যায় কিনা তা দেখব।’ এদিকে এবার পিছিয়ে যাওয়ায় এনিয়ে দ্বিতীয়বারের মত বৈঠকটি পিছিয়ে দেওয়া হল।

অভিবাসনসংক্রান্ত পদক্ষেপ নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি ভোটাভুটির জন্য এক জোড়া অভিবাসন বিল উত্থাপনের জন্য প্রস্তুত করে হাউস রিপাবলিকানরা। এর মধ্যে একটি বিল সংস্কারবাদী ও রক্ষণশীল রিপাবলিকানদের মধ্যে সমঝোতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। একে ডাকা হচ্ছে সমঝোতা বিল হিসেবে। আর আরেকটি বিল তৈরি করেছে অতি রক্ষণশীল রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদে অভিবাসন সংক্রান্ত সমঝোতা বিলে রিপাবলিকানরা পরিবারগুলোর বিচ্ছিন্নকরণ বন্ধের জন্য একটি সুপারিশ যুক্ত করেছে। সেখানে ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং নিরাপত্তা সংক্রান্ত কঠোর পদক্ষেপগুলো বাস্তবায়নে ২৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। ওই বিলটিতে শৈশবে যুক্তরাষ্ট্রে আসা অনথিভুক্ত অভিবাসী তথা ড্রিমার অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের কথাও বলা হয়েছে। বিপরীতে অতি রক্ষণশীল রিপাবলিকানদের উত্থাপিত বিলে ড্রিমারদের নাগরিকত্ব প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়নি। বৃহস্পতিবার, অতি রক্ষণশীলদের বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়নি। আর সমঝোতামুলক বিলটি নিয়ে শুক্রবার বিতর্ক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।
রয়টার্স, বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়