শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিবের অস্বীকারকে অবিশ্বাস্য বললেন মাহাথির

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ওয়ানএমডিবি কেলেংকারিতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতে কোনভাবেই তিনি জড়িত নন বলে দাবি করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এদিকে পুরো বিষয়টিকে অবিশ্বাস্য বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ায় গত ৯মে’র নির্বাচনে হারের পর মঙ্গলবার প্রথমবারেরমত ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কর্তৃপক্ষ অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলি সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তিনি আরো তদন্তকারীরা চেক এবং নথিগুলির উপর নাজিবের স্বাক্ষর খুঁজে পেয়েছে। নাজিব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এমন মন্তব্যও করেন তিনি।

মাহাথির সাক্ষাৎকারে আরো বলেন, ৪২ বিলিয়ন রিংগিত (১০.৫ বিলিয়ন ডলার), তার সমস্ত স্বাক্ষর, প্রথম ঋণ বেরিয়ে আসার আগে এবং সবকটি তার স্বাক্ষর। "

মালয়েশিয়ায় গত ৯মে’র নির্বাচনে হারের পর মঙ্গলবার প্রথমবারেরমত ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব বলেন, তার উপদেষ্টাম-লী, ব্যবস্থাপনা কর্মকর্তা ও ওয়ানএমডিবি’র পরিচালনা পর্ষদ তার কাছ থেকে রাষ্ট্রীয় তহবিলসংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করেছিলো। তাই তিনি জানতেন না যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের কয়েকশ’ মিলিয়ন মার্কিন ডলার ওয়ানএমডিবি থেকে আসা। এর পাশাপাশি, নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের রাষ্ট্রীয় তহবিলে অর্থের বিষয়েও কিছুই জানেন না বলেও জানান তিনি।
তবে, তার নিজের ও ছেলে-মেয়েদের বাসভবনে অভিযান চালিয়ে প্রাপ্ত নগদ অর্থ, অভিজাত হ্যান্ডব্যাগ ও গহনাগাটির বিষয়ে ব্যাখ্যা দেন নাজিব। যদিও, তদন্তকারীরা বিশ্বাস করে যে নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুর রাষ্ট্রীয় তহবিলের বিশাল পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে। তবে, রয়টার্সের সাংবাদিকদের এবিষয়ে কোনও প্রশ্ন তার স্ত্রীকে করতে দিতে সম্মত হননি নাজিব। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়