শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০হাজার অভিবাসীশিশুর থাকার ব্যবস্থা করবে মার্কিন সেনাবাহিনী

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসা অভিবাসীদের শিশুদের ঠাঁই হতে পারে মার্কিন সামরিক ভবনে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রায় ২০ হাজার শিশুকে আশ্রয় দেওয়া দিতে প্রস্তুত।

পেন্টাগন মুখপাত্র ডানা হোয়াইট জানান, ইতোমধ্যে টেক্সাসের তিনটি সামরিক ঘাঁটি পরীক্ষা করে দেখেছে মার্কিন স্বাস্থ্য ও মানবিক দফতর। আরকানসাসে দেখা হবে আরেকটি। তিনি বলেন, পেন্টাগনকে স্বাস্থ্য দফতর অনুরোধ করেছে যেন বিচ্ছিন্ন এই শিশুদের জন্য ২০ হাজার বিছানার ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে হোয়াইট হাউস থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। আর কতজন শিশুকে পাঠানো হবে সেটাও নিশ্চিত নয়। তবে একইসঙ্গে অবৈধ অভিবাসীদের ‘অপরাধী’ শনাক্ত করে বিচারের আওতায় আনা ও শিশুদেরকে পরিবারের সঙ্গে থাকতে দেওয়া যাবে কিনা তা নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। মার্কিন আদালতের রায় অনুযায়ী ২০ দিনের বেশি কোন শিশুকে আটকে রাখার এখতিয়ার নেই অভিবাসন কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মার্কিন-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রুখতে সম্প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রথম ৬ সপ্তাহেই প্রায় ২ হাজার শিশু পরিবার-বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে শিশুদের পরিবারের কাছে ফেরার আকুতি স্পষ্ট হয়ে পড়ে। এতে তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসে বুধবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়