শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনায় মেসির ঢাল হচ্ছেন তার মা

স্পোর্টস ডেস্ক: পুরো আর্জেন্টিনার প্রত্যাশা ম্যারাডোনা উত্তরযুগে লিওনেল মেসি একাই বিশ্বকাপ এনে দেবেন দেশকে! তাই তো প্রত্যাশার চাপটাও বেশি। আর্জেন্টিনার ৪০ মিলিয়ন তো রয়েছেই সেই সঙ্গে যুক্ত হয়েছে সারা বিশ্বের অগণিত আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। এতসব চাপ সামলে মেসি পুরোপুরি ভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না, এমনটাই অভিযোগ তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনির।

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর আবারও শুরু হয়েছে সমালোচনা। চরম এ হতাশার মুহূর্তে মেসির পাশে দাঁড়িয়ে সেলিয়া সমালোচকদের একহাত নিয়েছেন।

বলেছেন, ‘শুধু মেসিই নয় আমরা সকলেই সমালোচনার শিকার। দলের প্রতি মেসি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এটা মোটেও কাম্য নয়। প্রত্যেকে খেয়াল করলে দেখবেন, সে কষ্ট পাচ্ছে এবং একটা পর্যায়ে কেঁদেও দিয়েছে। সমালোচনা তাকে এবং সেই সঙ্গে আমাদের হৃদয়ে আঘাত করছে।’
ক্রোয়েটদের উৎসবের রাতে এমন তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল।মেসি যতটা না আর্জেন্টিনার তার চেয়ে বেশি বার্সেলোনার। এমন অভিযোগ বেশ পুরনো। পারফরম্যান্সে সব সমালোচনা পেছনে ফেলে এসেছে আগেই। আাকাশী-নীল জার্সিতে সর্বোচ্চ গোলের মালিকও এখন তিনিই। এমনকি আজ যে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলছে তাও বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাটট্রিকের ওপর ভর করেই।

তারপরও ছাড়ছে না সমালোচনা। কেননা, ৩২ বছরের শিরোপা খরা কাটাতে আলবিসেলেস্তেদের আশার তরী যে শেষ পর্যন্ত গিয়ে ভিড়ে মেসির কাঁধেই।

কিন্তু এতো প্রত্যাশার চাপ একা মেসি কি বইতে পারছেন? এর জবাব অনেকটাই মিলেছে গ্রুপ পর্বে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচে। নিষ্প্রভ মেসিতে সাদামাটা আর্জেন্টিনা। আর ফল: আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতা থাকলেও ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার।

এখানেই শেষ নয় তৈরি হয়েছে ১৯৫৮’র পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে বাদ পড়ার আশঙ্কা।

এতসবের পর সমালোচকেরা বসে থাকবে এমনটা ভাবা বোকামি। এদের সঙ্গে যুক্ত দেশটির সংবাদ মাধ্যমও। ক্রোয়েটদের কাছে ধরাশায়ী হওয়ার পর মেসিকে মু-পাত করতে ছাড়ছে না তারাও। এমন পরিস্থিতিতে যার সমর্থ খুব বেশি প্রয়োজন, সেই মাকে ঠিকই পাশে পাচ্ছেন মেসি।

এখন দেখার অপেক্ষা আবারও একবার মেসি ম্যাজিকে শেষ রক্ষা হয় কিনা আর্জেন্টিনার। জবাব মেলে কিনা সকল সমালোচনার। চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়