শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বেড়ে ৩০ হাজার কোটি টাকা ছাড়ালো

সজিব খান: সরকারের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু তৈরিতে আরো জমি অধিগ্রহণের প্রয়োজন হওয়া এ প্রকল্পের ব্যয় বেড়েছে দেড় হাজার কোটি টাকা। সর্বশেষ সংশোধনীর পর এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছিল প্রায় ২৮ হাজার ৭৯৪ কোটি টাকা। এখন তার সঙ্গে দেড় হাজার কোটি টাকা যোগ হয়ে এ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

সেতুর মূল কাঠামোর কয়েকটি স্প্যান বসানোর পর আরও জমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দেওয়ায় ব্যয় বেড়েছে বলে সরকারের ভাষ্য।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পের জন্য আরও ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়।

সভার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “ আরো  জমি অধিগ্রহণের প্রয়োজন হওয়ায় পদ্মা সেতুর জন্য এক হাজার ৪০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। পরে এই অতিরিক্ত ব্যয় মূল প্রকল্পের সাথে একীভূত হবে।”

তিনি বলেন, “মূলত পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ায় ২১২ কোটি ঘনফুট মাটি নদী থেকে তুলতে হবে। এই বিপুল মাটি রাখার জন্য ১ হাজার ১৬৩ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এই জমির ২৫ বছরের লিজের ব্যয় হিসেবে এই অর্থ ব্যয় হবে।”

২০১১ সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ঋণ দেয়নি বিশ্বব্যাংক। এর দেখাদেখি অন্য দাতা সংস্থাগুলো এক এক করে মুখ ফিরিয়ে নেয়। এরপর বাংলাদেশ সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এর কাজ শুরু করে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়