শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে আন্তঃকোরীয় আলোচনা

সান্দ্রা নন্দিনী: কোরীয়যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন নিয়ে আলোচনা করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার পর্যটক এলাকা মাউন্ট কুমগাং-এর একটি হোটেলে দুই কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা হয়।

মানবিক দিক বিবেচনা করে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ তৈরির আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ভিডিও কনফারেন্স চালু এবং চিঠি আদান-প্রদানের ব্যবস্থা করারও প্রস্তাব দেন তারা।

উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে দুইদেশ ভাগ হয়ে যাওয়ায় কয়েক হাজার পরিবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৮৮ সাল থেকে দেশ দুটির মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে মাঝেমাঝে একত্রিত হওয়ার সুযোগ দেওয়া হয়। তবে বিচ্ছিন্ন পরিবারগুলোর এই পুনর্মিলন দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। সর্বশেষ ২০১৫ সালে এধরনের পারিবারিক পুনর্মিলন হয়েছিল।

তবে, গত ২৭ এপ্রিল উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরীয় নেতা মুন জায়ে ইনের মধ্যে বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটে। ওই বৈঠকেই বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।

উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা পাক ইয়ং ইল বলেন, ‘আমাদের উচিত একে অপরের প্রতি বিশ্বাস রেখে এবং একজন আরেকজনকে বোঝার চেষ্টা করার মধ্যদিয়ে ইতিবাচক অর্জনের চেষ্টা চালানো।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়