শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় আম ব্যবসায়ী ও শিশুসহ নিহত ৩

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পৃথক সড়ক দূঘর্টনায় আম ব্যবসায়ী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার সাপাহারে গোডাউন পাড়ার মোড়ে ধান বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন এবং বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী লাব্বিক হোসেন নামে আট বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।

সাপাহারে নিহত আম ব্যবসায়ীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে সালাম(৩৮) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরন(৩০)। এ ঘটনায় আতাউর রহমান নামে আরো একজন ভ্যান চালক আহত হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার থাকা দুই যাত্রী ছালাম ও হিরন ঘটনাস্থলেই মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বদলগাছীর কুসারমুড়ি গ্রামের বাড়ি হতে মকলেছুর রহমান তার ছেলে লাব্বিককে নিয়ে ভ্যান গাড়িতে বদলগাছীতে যাচ্ছিলেন। এসময় মির্জাপুর মোড় এলাকায় নওগাঁ থেকে বদলগাছীগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থালেই লাব্বিকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত লাব্বিকের বাড়ি উপজেলার কুসারমুড়ি গ্রামে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়