শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূর্খ’ কোচের বিদায় চায় আর্জেন্টাইন দেশের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক: অভিষিক্ত আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র’য়ের পর ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হার। তাও আবার ব্যবধান ৩-০। বিশ্বকাপে লজ্জাজনক হারের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে মেসিরা-আগুয়েরোরা। সব মিলিয়ে অঘটনের বিশ্বকাপ।
ক্রোয়োশিয়ার কাছে ৩ গোলের ব্যবধানে হেরে বিধ্বস্ত নীল-সাদা আর্মি। আর্জেন্টাইন ফুটবলের এই কালো দিনের জন্য কোচ হোর্হে সাম্পাওলির সিদ্ধান্তকেই দুষছেন সেদেশের সমর্থকরা। স্টেডিয়ামেই ক্ষোভ দেখান দেখান অনেকে। কোচের পরিবর্তন চেয়ে সরব হয়েছেন ম্যারাডোনার দেশের ফুটবল অনুরাগীরা। ম্যাচ শেষে গ্যালারিতেই সাম্পাওলি হাটাও স্লোগান শোনা যায় তাদের গলায়।

শুধু তাই নয়, ম্যাচ শেষে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে হতাশ এক আর্জেন্টাইন সমর্থক এই হারের জন্য সাম্পাওলিকে দুষেছেন। মূর্খ কোচ বলে ব্যঙ্গ করেছেন তাকে।

যদিও এই কোচই ঘরের মাঠে চিলিকে কোপা আমেরিকা ট্রফি জিতিয়েছেন। আর্জেন্টিনা কোপার মঞ্চে সাম্পাওলির কোচিংয়ে থাকা চিলির কাছেই হেরেছিল। এরপর ২০১৭ সালে সাম্পাওলিকে নিজ দেশের কোচ করা হয়। মেসিদের কোচ হয়ে অবশ্য নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেননি সাম্পাওলি।

ম্যাচে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় দিবালাকে নামানি সাম্পাওলি। দ্বিতীয়ার্ধের শেষদিকে তরুণ দিবালাকে খেলান তিনি। প্রথম ম্যাচেও দিবালাকে বসিয়ে রেখেছিলেন। ক্রোয়াশিয়ার বিরুদ্ধে ২ গোল হজমের পরও সাম্পাওলির মাথা থেকে কোনও প্ল্যান-বি কেন বেড়িয়ে আসেনি, সেই প্রশ্নও উঠছে। সেই সঙ্গে ফর্মেশনে গলদ, ছন্নছাড়া ডিফেন্স নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্বকাপের আগে ঘটা করে মেসিদের নিয়ে কী প্রস্তুতি করালেন সাম্পাওলি, সেই প্রশ্নেরই উত্তর চাইছেন সমর্থকরা।চ্যানলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়