শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাবা-মাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাব না’

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও বিশারত মণ্ডলের ছেলে আওয়াল (২০)।  বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। খবর আমাদের সময়’র।

হরিণাকুন্ণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, মৃতদেহের পাশে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। তাতে লেখা আছে, ‘আমরা বাবা-মাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাব না, বিদায় পৃথিবী, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

ওই কর্মকর্তা আরও জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থলে কীটনাশকের দুটি বোতল পাওয়া যায়। উদ্ধারের সময় মৃতদেহ দুটির মুখ থেকে সাদা গেজলা বের হচ্ছিল। কীভাবে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

পরিবার সূত্রে জানা যায়, রিপন জোড়াদাহ কলেজ থেকে দুবছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। পরীক্ষায় বহিষ্কার হন তিনি। এরপর আর পড়াশোনা করেননি। আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি কৃষিকাজ করতেন। দুই বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াতেন। কী কারণে তারা এই পথ বেছে নিলেন, তা জানাতে পারছেন না স্বজনরা। দুই তরুণ সদস্যকে হারিয়ে দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়