শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে’

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে একেবারের সাদামাটা। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুইবারের বিশ্বকাপজয়ীদের। এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন দলটির ‘প্রাণভোমরা’ লিওনেল মেসিও।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে মেসিদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনাই জিতবে।

২১ জুন, বৃহস্পতিবার সিয়াম হোসেন শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতবে বলে জানান মাশরাফি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি একাই আর্জেন্টিনার জয়ের নায়ক হবেন জানিয়ে মাশরাফি বলেন, ‘কালকে মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে।’

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। তার করা শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন আইসল্যান্ডের গোলরক্ষক হ্যানেস হ্যাল্ডরসন। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের কাঠগড়ায় মেসি। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি গোলের দেখা পাবেন জানিয়ে মাশরাফি বলেন, ‘মিনিমাম দুইটা (গোল) তো সিওর। হ্যাটট্রিক হতে পারে। এসিস্ট-মেসিস্ট বুঝি না। দুইটা গোল তো করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও।’ সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়