শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ২২ জুন, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় পরিবহন কাউন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

আরএইচ রফিক,বগুড়াঃ আর্মড পুলিশ ব্যটালিয়নের সমন্বয়ে শহরের বেশ কয়েকটি পরিবহন কাউন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । একই সাথে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম এর নেতৃত্বে ৪ এপিবিএন’র সহায়তায় বৃহস্পতিবার ৪ঘন্টা ব্যাপী অভিযানে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান কালে আদালত বাসের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকার “হানিফ টিকেট কাউন্টার” এর টিকেট মাষ্টার মো. সোবহান আলী (৫১) কে ১০হাজার টাকা, “শাহ ফতেহ আলী টিকেট কাউন্টার” এর টিকেট মাষ্টার মো. টিটু (৩৩) কে ১০হাজার টাকাজরিমানা করেন।

একই সময়ে আদালতের বিজ্ঞ বিচারক জনসাধারণের মাঝে প্রকাশ্য স্থানে ধুমপান করার অপরাধে মো. লিটন (৩২) কে ৩শত টাকা জরিমানা করেন।

অপর পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে ৪এপিবিএন এর সম্বনয়ে ভ্রাম্যমান আদালত শহরের রাজাবাজার এলাকায় সরকারী অনুমতি ছাড়াই পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রির অপরাধে শ্রী বাসুদেব (৪২) কে ১০হাজার টাকা, “নিলয় ভান্ডার” এর প্রোপাইটর শ্রী নিরঞ্জন পোদ্দার (৫০) কে ৩০হাজার টাকা, “মেসার্স জুরাইন স্টোর” এর প্রোপাইটর মো. মোসাদ্দেক হোসেন (৭০) কে ৫ হাজার টাকা, “মেসার্স হাকিম স্টোর” এর প্রোপাইটর মো. আ. হাকিম (২৫) কে ৫০ হাজার টাকা এবং “সুলতান ভ্যারাইটিজ স্টোর” এর প্রোপাইটর মো. সুলতান (৬৫) কে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ্যপারে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন জানান, অভিযান ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়