শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ২২ জুন, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দাবিদার: ১৯৭২ সালে হেনরি কিসিঞ্জার

লিহান লিমা: ১৯৭২ সালে ভারত ও জাপানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষপাতী ছিলেন তৎকালীন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। বুধবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রশাসনের পুরনো কূটনৈতিক আলাপের প্রকাশিত নথিতে এই তথ্য জানা যায়।

জাপানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ইঙ্গারসলের এক প্রশ্নের উত্তরে জাপানকে স্থায়ী সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন কিসিঞ্জার। ১৯৭২ সালের ৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এক বৈঠকে বসেছিলেন ইঙ্গারসল ও কিসিঞ্জার। ইঙ্গারসল জাপানকে স্থায়ী সদস্য হিসেবে দেখতে কিসিঞ্জারের মতামত জানতে চান। কিসিঞ্জার বলেন, আপনার কথা আমার মতের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে। জাপান এবং ভারত দুই রাষ্ট্রই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে পারে।’ তবে সেই সময়ে কিসিঞ্জার এটিও খুব ভালভাবে জানতেন এটি বাস্তবায়িত করার জন্য কোন যথাযথ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের হাতে নেই।

ওই বৈঠকে তৃতীয় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা জন এইচ হোল্ডরিজ। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ১৯৬৯-১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভলিউম-১৯ দ্বিতীয় পর্ব, ১৯৬৯-১৯৭২ পর্যন্ত জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক-প্রথম পর্বের নথি প্রকাশ করে। এরআগে ২০১০ সালে ১৯৬৯-১৯৭২ পর্যন্ত কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রথম পর্বের নথি প্রকাশিত হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়