শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২২ জুন, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপণাস্ত্র মহড়া স্থগিত করবে জাপান

আসিফুজ্জামান পৃথিল: উত্তর কোরিয়ার ছোঁড়া সম্ভাব্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার জন্য প্রস্তুতিমূলক চলমান বেসামরিক মহড়া স্থগিতের পরিকল্পনা করছে জাপান। সিঙ্গাপুরে উত্তর কোরিয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে টোকিও।

জাপানের সাধারণ নাগরিকদের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পাওয়ার উপায়ের প্রশিক্ষণ দিতে এবছর এরকম আরো ৯টি প্রস্তুতিমূলক মহড়া হবার কথা ছিলো। জাপানের মন্ত্রীপরিষদ সচিবালয় এর দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। দেশটির সরকার মনে করছে, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যকার সফল বৈঠকের পর পারমাণবিক যুদ্ধের শঙ্কা অনেক কমে গেছে।

বৃহষ্পতিবার তোকহিগি দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য একটি মহড়া তারা সরকারের অনুরোধে বাতিল করেছেন। আরো ৮টি স্থানীয় দপ্তরের মহড়ার পরিকল্পনা স্বল্প সময়ের মধ্যেই বাতিল করা হবে বলেও জানা গেছে। এই আঞ্চলিক দপ্তরগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিম জাপানের কাগাওয়া ও তকুশিমা, উত্তর জাপানের নিগাতা, তয়ামা এবং ইশকিগাওয়া আঞ্চলিক কার্যালয়।-

সিঙ্গাপুরের বৈঠকে দুই নেতা কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে কথা দিয়েছেন। এদিকে ট্রাম্পও আগামী গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ার সাথে হতে যাওয়া যৌথ সামরিক মহড়া বাতিল ঘোষণা করেছেন। টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়