শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২২ জুন, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দলের পারফরম্যান্সে গর্বিত মরক্কো কোচ

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে অনেক আশা নিয়েই এসেছিল মরক্কো। ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই আফ্রিকান দেশটি বিশ্বকাপে ভালো করার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু গ্রুপ পর্বেই সেই স্বপ্নের ইতি টানতে হয় দেশটিকে। ইরান ও পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলেও দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। কিন্তু দলের পারফরম্যান্সে খুশি মরক্কোর কোচ হার্ভে রেনার্ড।

প্রথম ম্যাচে আত্মঘাতী গোল এবং দ্বিতীয় ম্যাচে রোনালদোর দুর্দান্ত হেডে স্বপ্ন ভঙ্গ হয় মরক্কোর। কিন্তু দুই ম্যাচেই অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মরক্কোর ফুটবলাররা। কিন্তু দলের পারফরম্যান্সে পুরো মরক্কোর খুশি হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। ‘দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। খেলোয়াড়দের নিয়ে আমি গর্ব করি। এই দেশের সঙ্গে থাকতে পেরেও আমি গর্বিত।’
রেনার্ডই একমাত্র কোচ যিনি দুটি ভিন্ন দেশ আইভরি কোস্ট ও জাম্বিয়ার হয়ে আফ্রিকান ন্যাশন্স কাপ জিতেছেন। পর্তুগালের বিপক্ষে হারার পর তিনি বলেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা ৫-৬টা সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে। এই পরিস্থিতিতে মরক্কোর সব মানুষ গর্ব করতেই পারে তাদের দল নিয়ে।’

পর্তুগালের বিপক্ষে খেলোয়াড়দের গোল মিসের মহড়ার পরেও খেলোয়াড়দের সঙ্গেই থাকলেন কোচ। ‘আমাদের অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। ফুটবলে এমন উত্থান পতন থাকবেই। আমাদের আরো কার্যকর ভূমিকা রাখা উচিৎ। কারণ, আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে কাউকে দোষারোপও করছি না। কারণ এটাই ফুটবল। আমরা অনেক ঝুঁকি নিয়ে খেলেছি তবুও ফলাফল বের করতে পারিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়