শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিকারকে ননএমপিও শিক্ষকদের স্বারকলিপি

রিয়াজ হোসেন : এমপিওভুক্তির দাবিতে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁদের কাছে স্মারকলিপি পৌছে দেন।

এদিকে নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. সুশান্ত কুমার দাস, বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাশার হাওলাদার। বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ননএমপিও শিক্ষকদের সঙ্গে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে। শনিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত প্রতীকি অনশন করব।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনসহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু সর্বশেষ ঘোষিত বাজেটে এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় আবার আন্দোলনে নেমেছেন তারা।

সারাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়