শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ১১:০৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০১৮, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর ‘সামান্য’ দাড়ির রহস্য কি?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে চমকের পর চমক দেখাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিক। বুধবার দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে গোল করে গড়লেন ইতিহাস। ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা এখন তিনি। তবে এদিন আরেকটি কারণেও নজর কেড়েছেন ৩৩ বছর বয়সী এই পর্তুগিজ। ‘আটলাস লায়ন্স’দের বিপক্ষে থুতনিতে ‘সামান্য’ দাড়ি নিয়েই মাঠে নেমেছেন রোনালদো। স্বভাবতই বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

এমনিতেই যথেষ্ট স্টাইলিস্ট রোনালদো। কিন্তু কখনো দাড়ি রাখতে দেখা যায়নি তাকে। এদিন তাই রোনালদোর দাড়ি নজর কেড়েছে সবার। তবে এই দাড়ি রাখার রহস্য নিজেই খোলাসা করেছেন রোনালদো। জানিয়েছেন, সতীর্থ রিকার্ডো কারেসমার সাথে মজা করেই থুতনিতে দাড়ি রেখেছেন তিনি।

দাড়ির রহস্য উন্মোচন করে রোনালদো বলেছেন, ‘এ কাজটা আমি কারেসমার সাথে মজা করে করেছি। সাউনায় থাকতে আমি শেভ করছিলাম। তখন আমি কিছুটা দাড়ি রেখে দিই। তখন বলেছিলাম, যদি গোল পাই তবে আমি বাকি টুর্নামেন্টে এটা রেখে দেবো। এবং কাল আমি গোল পেয়েছি।’

টুর্নামেন্টে ২ ম্যাচের ৪ গোল করেছেন রোনালদো। প্রতিপক্ষের রক্ত হিম করা পারফরম্যান্সে জ্বলে উঠেছেন তিনি। আর এই দাড়িকে নিজের সৌভাগ্যের প্রতীক মনে করছেন রোনালদো, ‘এতে আমার ভাগ্য খুলেছে। আমি এটা রেখে দেবো।’- মার্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়