শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্র মহন্ত রবি দাস নামে এক শিশুকে হত্যার দায়ে বেলী রাণী দাসের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ছয়মাসের দ- দেওয়া হয়। রায় দেওয়ার সময় মহন্ত রবি দাসের কাকি আসামি বেলী রানি দাস উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতার-উল-আলম এ দণ্ডাদেশ দেন। মহন্ত রবি দাস হত্যা মামলার আসামি বেলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহা. ফখরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ এপ্রিল মহন্ত রবি দাস (১২) শহরের গোরস্থানপাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন জানতে পায় তার কাকি মা বেলী মহন্তকে সঙ্গে করে নিয়ে গেছে।
কিন্তু সেদিনই রাত ১১টার দিকে বেলী বাড়িতে ফিরে এলে তিনি মহন্ত রবিকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। পরের দিন সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার হরিকেশ গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওদিনই বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় বেলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে মহন্ত রবি দাসের বড় ভাই পরেশ রবি দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়