শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে

ইনাম আহমেদ চৌধুরী : বিএনপি একটি যুক্তিবাদি গণতান্ত্রিক দল। বিএনপি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, স্বাধীনতার চেতনা থেকে বিএনপির উদ্ভব হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এ দেশের মানুষকে শিখিয়েছেন কিভাবে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে হয়। তিনি দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখতেন ও সেভাবে দেশ পরিচালনা করেছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমরা স্বাধীনতা এনেছিলাম শুধু স্বাধীন দেশে বাস করার জন্য নয়। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে স্বাধীন থেকে বেঁচে থাকার জন্য। স্বাধীন দেশ হিসাবে, গণতান্ত্রিক দেশ এটাকে গড়ে তুলতে হবে। আমাদের তরুণ সমাজকে দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে। এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তরুণ সমাজের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগি হতে হবে সরকারকে।

আমাদের দেশের সরকারকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদেশে মাদকের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য জনসচেতনতা দরকার। মাদক নিরাময় করার জন্য প্রত্যেক দল এক হয়ে কাজ করতে হবে। মাদক নিরাময় করার নামে প্রশাসনকে মানুষ হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক নিরাময় করার নামে মানুষ হত্যা কখনই কাম্য নয়। এজন্য আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমাদের দেশের যুব সমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিচিতি : ভাইস চেয়ারম্যান, বিএনপি/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়