শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচার প্রতিরোধকারীরা যখন সাহায্য করে

সুভাষ সিংহ রায় : বাংলাদেশের কিতাবে সব ধরণের  আইন রয়েছে। কিন্তু সে আইন কতটুকু বাস্তবায়িত হচ্ছে, সেটি আগে জানতে হবে। বাংলাদেশ থেকে তিন ধরণের জিনিস পাচার হয়ে থাকে। মানব পাচার, অস্ত্র পাচার ও মাদক পাচার।  এ পাচার একটির সাথে আরেকটি জড়িত থাকে। পৃথিবীব্যাপি এ পাচারটি হয়ে থাকে। যারা প্রতিরোধ করার দায়িত্বে রয়েছে, তারা অনেক সময় এ পাচারের সাথে জড়িয়ে পড়ে, পাচার কারিদেরকে পাচার করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তারা লোভের কাছে পরাজিত হয়ে নৈতিকতা ভুলে  যায়।

কিন্তু বর্তমান সরকার মানব পাচার, অস্ত্র পাচার ও মাদক পাচার থেকে দেশকে রক্ষার ক্ষেত্রে সতর্ক রয়েছে। অনৈতিকভাবে কোন পাচার হবে না, সেটি খেয়াল রাখাছে। পাচার করার ক্ষেত্রে প্রশাসনের কিছু লোক জড়িয়ে পড়ে। যেসব লোক এদের সাথে জড়িয়ে পড়ছে, তাদের অনৈতিক কর্মগুলো প্রশাসন প্রকাশ করে দিচ্ছে। যারা এ পাচারের সাথে জড়িত রয়েছে, তাদের নামসহ তালিকা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সে তালিকায় সবদলের লোকদের নাম রয়েছে। এদের বিরুদ্ধে অবশ্যই আইনী ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়