শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে শিক্ষাখাত সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্য

তাহমিদ জামান : বিগত দুটি অর্থবছরের ধারাবাহিকতায় এবারো শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কমেছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে মানবসম্পদ খাতে শিক্ষা মন্ত্রণালয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪ দশমিক ৮৪ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ হিসাবে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ১০ দশমিক ২ শতাংশ। বরাদ্দের দিক থেকে শিক্ষা খাত সব সময় উচ্চ ও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত হয়ে এলেও প্রস্তাবিত বাজেটে তা দৃশ্যমান নয়।

বাজেটে বরাদ্দের অনুপাতে এবার শিক্ষা খাত শীর্ষ অবস্থান হারিয়েছে। বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ছিল বরাদ্দ ১১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৫ দশমিক ৫০ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। আর ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে ৭ দশমিক ৮৮ শতাংশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৬ দশমিক ৫১ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এগুলোর কিছুই কার্যকর করা হয় নাই। আমার দাবি, শিক্ষা খাতকে উন্নত করতে হলে, শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে।

পরিচিতি :  শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি/ মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়