শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ নয়, যেন এক মৃত্যুকূপ!

প্রভাষ আমিন: প্রতিবছরই ড্র-এর পর বিশ^কাপের একটি গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে চিহ্নিত করা হয়। এবার সেভাবে আলাদা করার সুযোগ কম। কেউ বলছেন, আর্জেন্টিনার গ্রুপটা কঠিন, কেউ বলছেন ব্রাজিলেরটা, কেউ বলছেন জার্মানি বিপদে আছে। কিন্তু বিশ^কাপ শুরুর পর দেখা গেল নির্দিষ্ট কোনো গ্রুপ নয়, আসলে গোটা বিশ^কাপই যেন মৃত্যুকূপ হয়ে উঠেছে।

কোনো হিসাবই মিলছে না। বিশ^কাপ নিয়ে যারা বাজি ধরেন, এবার তাদের ব্যবসাও মন্দা। ছোট দল জিতে গেলে তাদের অনেক বেশি টাকা দিতে হয়। এবার এখন পর্যন্ত বিশ^কাপ জ্যোতিষীদের খুব খারাপ সময় যাচ্ছে। এই লেখা যখন লিখছি, তখন বিশ^কাপের ৩২টি দলই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। তাতেই সব হিসাব-নিকাশ লন্ডভন্ড হয়ে গেছে। চমকটা শুরু হয়েছে প্রথম ম্যাচ থেকেই। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ফিফা র‌্যাংকিংয়ের তলানিতে থাকা দুই দল। স্বাগতিক রাশিয়ার র‌্যাংকিং ৭০ আর সৌদি আরবের ৬৭। সবাই একটা জমজমাট ম্যাচ আশা করেছিলেন। হলো এখন পর্যন্ত সবচেয়ে একতরফা ম্যাচ। রাশিয়া জিতে গেল ৫-০ গোলে। সবচেয়ে জমজমাট ম্যাচটি হলো পরদিন। সাবেক বিশ^ চ্যাম্পিয়ন স্পেনকে একাই ঠেকিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আর স্পেনের ম্যাচ ড্র হলো ৩-৩ গোলে। এটাকে ঠিক আপসেট বলা যাবে না। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এখন র‌্যাংকিংয়ে চার, আর স্পেন ১০।

সত্যিকারের আপসেট শুরু হলো তৃতীয় দিনে। সাবেক বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করল প্রথমবারের মতো বিশ^কাপ খেলতে আসা পুচকে আইসল্যান্ডের সাথে। পেনাল্টি মিস করলেন মেসি। শুধু বাংলাদেশ নয়, সারাবিশে^ই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি। আর্জেন্টিনার হোচট খাওয়ায় চুপ মেরে গিয়েছিল তাদের সমর্থকরা, চাপা উল্লাস ছিল ব্রাজিল শিবিরে। পরদিন তাদের মুখ খোলে যখন ব্রাজিলও হোচট খায় সুইজারল্যান্ডের সাথে। ব্রাজিলের ড্রয়ে উল্লাসের বান ডাকে আর্জেন্টাইন শিবিরে। তবে ব্রাজিলের ড্রয়ের চেয়েও বড় অঘটন ঘটে তার আগে। আর্জেন্টিনা আর ব্রাজিল তো তবু ড্র করেছে। কিন্তু বিশ^কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা জার্মানি হেরে যায় মেক্সিকোর কাছে। ইংল্যান্ড কোনোরকমে শেষ মিনিটের গোলে তিউনিসিয়াকে হারালেও পার পায়নি কলাম্বিয়া আর পোল্যান্ড। কলাম্বিয়া হেরেছে জাপানের কাছে, আর পোল্যান্ড সেনেগালের কাছে।

সবগুলো দলের প্রথম ম্যাচের পর বিশ^কাপ সত্যি ওপেন হয়ে গেছে। ছোট দল-বড় দলের ব্যবধান কমে আসছে। সত্যি বলতে ছোট দল, বড় দল বলে আলাদা করার উপায়ই নেই আর। এখন আর কোনো বুদ্ধিমান কে কে দ্বিতীয় রাউন্ডে যাবে, এমন পূর্বাভাস দেবেন না নিশ্চয়ই। তবে ফুটবল যারা ভালোবাসেন, যারা জমজমাট খেলা দেখতে চান; তাদের জন্য এবার আদর্শ বিশ^কাপ হতে যাচ্ছে। আগে থেকেই ফলাফল ধারণা করা যায়, তেমন ম্যাচ দেখার কোনো আনন্দ নেই। শুরুটা দেখে বলাই যায়, এবার বিশ^কাপ হবে অন্যরকম। সামনে নিশ্চয়ই আরও থ্রিল অপেক্ষা করছে। সিট বেল্ট বেধে বসুন খেলা দেখতে।
লেখক : হেড অব নিউজ, এটিএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়