শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদিকে আজ উখিয়ায় সংবর্ধনা!

ডেস্ক রিপোর্ট  : আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারি দলের সংসদ সদস্য আবদুর রহমান বদি ওমরাহ পালন শেষে অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে প্রাণহানির ঘটনায় আলোচনার শীর্ষে থাকা এই সাংসদ অভিযানের মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করায় তাকে নিয়ে ডালপালা মেলেছিল আলোচনা। আজ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় আসার কথা রয়েছে তার।

সংসদ সদস্য বদির ব্যক্তিগত বিশেষ সহকারী হেলালউদ্দিন গতকাল জানান, এমপি বদি সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে গত ১৭ জুন সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর পর তিনি সংসদ ভবনের নিজস্ব ফ্ল্যাটে অবস্থান নেন। সোমবার ও গতকাল বুধবার তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। আজ বৃহস্পতিবার কক্সবাজার ফেরার কথা রয়েছে তার। আজ নির্বাচনী এলাকার উখিয়া উপজেলায় এলাকাবাসীর ব্যানারে এমপি বদিকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী।

গত ১ জুন আবদুর রহমান বদি ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবে যান। তার সফরসঙ্গী ছিলেন বাল্যবন্ধু গিয়াসউদ্দিন ও নুরুল আবছারসহ একান্ত অনুরাগী মাওলানা আলী আহমদ নূরী। তারাও এমপি বদির সঙ্গে দেশে ফিরেছেন।

ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে আবদুর রহমান বদিকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের বিরুদ্ধে মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ খোদ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনেও এমপি বদির মাদকপাচারে মদদদানের অভিযোগ উঠে এসেছিল। তবে বদি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

উৎসঃ আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়