শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ডিইউজে সদস্য সাংবাদিক হাবিবের উপর হামলা

জাহিদুল কবীর মিল্টন, যশোর: যশোরের কেশবপুরে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় অনলাইনপত্রিকা ডেইলি নিউজ লাইনের স্টাফ রিপোর্টার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এস এম হাবিব (৪৫) গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা, হকিষ্ট্রিক, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাবিবের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হাবিব কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ঈদের ছুটিতে হাবিব ঢাকা থেকে গ্রামের বাড়ি কেশবপুর এসে সন্ত্রাসী হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে হাবিব কেশবপুর বাজারে আমিন মার্কেটে যান মোবাইল মেরামত করতে। এসময় কেশবপুর যুবলীগের আহবায়ক শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী হকিষ্ট্রিক, লোহার রড ও হাতুড়ি নিয়ে সাংবাদিক হাবিবের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা হকিষ্ট্রিক ও লোহার রড দিয়ে হাবিবকে বেদম প্রহর করে। এরপর তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা করে গুরুত্বর জখম করে।

আহত হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবন্নতি হলে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাবিবের শরীরিক অবস্থা আশংকাজনক। তার রক্ত বমি হয়েছে ও নাকমুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

হামলার কারণ সম্পর্কে হাবিবের কেশবপুরের সহকর্মীরা জানান, বেশকিছুদিন আগে কেশবপুর যুবলীগের আহবায়ক শহীদুল ইসলাম শহীদের ফেনসিডিল খাওয়ার ভিডিও, অনলাইন পত্রিকায় ও ফেজবুকে প্রকাশ হওয়ার জের ধরে হামলার ঘটনা ঘটানো হয়েছে।

সাংবাদিক হাবিবের উপর হামলার বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়