শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ২১ জুন, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি অস্তিত্বের সংকটে ভুগছে : কবরী

রফিক আহমেদ : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী কবি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেন করে বলেছেন, বিএনপি অস্তিত্বের সংকটে ভুগছে। খালেদা জিয়া কারাগারে। তারেক জিয়া পলাতক। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাটা ছিল তাদের আত্মঘাতি ভুল। নির্বাচনে অংশ না নিলে বিএনপি মুসলিম লীগের মত ভাগ্যবরণ করতে হবে।

বুধবার কবি সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের ওয়ারিস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাহ বেগম কবরী বলেন, গণতন্ত্রের সর্বনাশ ঘটাতে চান বিএনপি ও স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল। তারা গণতন্ত্রকে হত্যা ও নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত। গণতন্ত্রের চর্চা করেই আওয়ামী লীগ আজ দেশের সর্ববৃহত্তম দল। পতন-উত্থানে এই দলের ইতিহাস এক মহাকাব্যের মত। দক্ষিণ এশিয়ার একটি শীর্ষ গণতান্ত্রিক দল আওয়ামী লীগ। আর এই দলের সভানেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নন্দিত। তিনি দানবতন্ত্র থেকে মানবতন্ত্র উদ্ধার করেছেন। তিনি গণতান্ত্রিক রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে অসংখ্য মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধু ও তার পরিবার জাতীয় চার নেতার হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। তাদের মুখে মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্রের কথা শোভা পায় না। আওয়ামী লীগ সরকার অতীতের স্বৈরাচার সরকারগুলো দ্বারা সৃষ্ট দুর্নীতি, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারের লিগাসি থেকে মুক্ত করতে পেরেছে। বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসার মনোভাব নিয়ে ৭১’র পরাজিত শক্তি ও পক্ষ এবং তাদের মিত্ররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এতিমের সম্পদ গ্রাস করা গর্হিত অপরাধ। বিএনপি সেই কাজটিই করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়া ক্ষমতা দখল করে স্বাধীনতাবিরোধীদের কাছে টেনে নেন এবং বিএনপি গঠন করেন। বিএনপির শুরু থেকেই পাকিস্তানী ভাবধারার দল হিসেবে গড়ে উঠে। বিএনপির জন্মই হয়েছে জিয়া সেনাবাহিনী প্রধান ও রাষ্ট্রপতির পদে থাকার সময়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর জিয়ার ক্ষমতা দখল পরবর্তীকালে খালেদা জিয়ার ক্ষমতায় আরোহন সবকিছুতেই আইএসআই এর নিবিড় সহায়তা স্পষ্ট। বিএনপি’র জন্মলগ্ন থেকেই ভারত বিরোধীতাকে পুঁজি করে রাজনীতি করেছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি হয় এমন সব কাজে মদদ দিয়েছেন। আর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সব বিচ্ছিন্নতাবাদীর আস্তানা গুড়িয়ে দিয়েছে। বিএনপি’র মত সন্ত্রাসী রাজনীতি দলকে ভারত কখনো সহযোগিতা করতে পারে না। কারণ ভারত মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।

আলোচনা সভার শুরুতেই সুফিয়া কামালের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহ সভাপতি পীযুষ বন্দোপাধ্যায়, মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী অরুনা বিশ্বাস, জোটনেতা কবি রবীন্দ্র গোপ, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, শাহ আলম ও সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়