শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০১:২৯ রাত
আপডেট : ২১ জুন, ২০১৮, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি অধিগ্রহণে ১৪শ’ কোটি টাকা ব্যয় বাড়ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে

সাইদ রিপন: ভূমি অধিগ্রহণে এক হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বাড়ছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে। এর ফলে প্রকল্পটি আবারো সংশোধনের জন্য প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। ইতিমধ্যেই সেতু কর্তৃপক্ষের প্রস্তাবনায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পের ডিপিপি সংশোধন করেছে। প্রকল্পটি বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, ভূমি অধিগ্রহণের জন্য পদ্মাসেতু প্রকল্পে অতিরিক্ত ১ হাজার ৪০০ কোটি টাকা লাগবে। যে কারণে প্রকল্পটি সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হচ্ছে। ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে শুধু ব্যয় বাড়ার প্রস্তাব করা হবে। প্রকল্পে সময় বৃদ্ধির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। পদ্মারসেতুর কাজ এগিয়ে চলছে পুরোদমে। সেই সঙ্গে কয়েক দফায় বাড়ানো হয়েছে এর ব্যয়। তৃতীয় দফায় আরো ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে স্বপ্নের এ সেতুর নির্মাণে। এ দফায় ব্যয় বাড়ার ফলে পদ্মাসেতুর ব্যয় দাঁড়াবে সব মিলিয়ে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা।

সর্বশেষ পদ্মাসেতু প্রকল্পের মূল ব্যয় ছিলো ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পের মূল ডিপিপি থেকে ভূমি অধিগ্রহণ বাবদ অতিরিক্ত এ ব্যয় বাড়ছে। ২০০৭ সালে একনেক ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি অনুমোদন করেছিল। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয়ও বেড়ে যায়। ২০১১ সালে ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকার সংশোধিত প্রকল্প একনেকে অনুমোদন পায়। ২০১৬ সালে আবারো ৮ হাজার ২৮৬ কোটি টাকা ব্যয় বাড়ালে মোট ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। সবশেষ আরও ১৪শ’ কোটি টাকা বাড়ছে। ভূমি অধিগ্রহণ খাতের জমির পরিমাণ ও ব্যয় পরিবর্তনের কারণে অনুমোদিত ডিপিপি থেকে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় ৪ দশমিক ৮৬ শতাংশ বাড়ছে।

সেতু বিভাগ সূত্র জানিয়েছে, মূল ডিপিপিতে ১ হাজার ৫৩০ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় প্রাক্কলিত ছিলো ১ হাজার ২৯৯ কোটি টাকা। কিন্তু এখন মোট ভূমি অধিগ্রহণ করতে হবে ২ হাজার ৬৯৮ হেক্টর। অতিরিক্ত জমি বাবদ মোট ব্যয় প্রয়োজন ২ হাজার ৬৯৯ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে ভূমিসহ অধিগ্রহণ বাবদ আরো ১ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন। ভূমি অধিগ্রহণের প্রভাবে নতুনভাবে পদ্মাসেতু প্রকল্পের মোট ব্যয় বাড়ছে বলে জানায় সেতু বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়