শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ২০ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ক্রিকেটাররা গেলেন বাসে, ফিরলেন মাইক্রোতে

আব্দুল্লাহ ফয়সাল: সংক্ষিপ্ত সফরে গত সোমবার চট্টগ্রামে অনুশীলন করতে যান নারী ক্রিকেট দলের সদস্যরা। সকালে চট্টগ্রাম শহরের সিটি সার্ভিসের লক্করঝক্কর বাসে স্টেডিয়ামে অনুশীলনে নেওয়া হলেও মাইক্রোবাসে হোটেলে ফিরেছেন সদ্য এশিয়া কাপজয়ী নারী ক্রিকেট দল।

বুধবার (২০ জুন) বিভিন্ন গণমাধ্যমে নারী ক্রিকেটারদের সিটি বাসে যাতায়াতের খবর প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের জন্য তিনটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়।

সকালে নগরের টাওয়ার ইন হোটেল থেকে জহুর আহমেদ স্টেডিয়ামে তাদের সিটি বাসে করে নেওয়া হলেও দুপুরে স্টেডিয়াম থেকে মাইক্রোবাসে করেই হোটেলে আনা হয়। বিসিবির চট্টগ্রাম ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারি খান এসব তথ্য জানান।

এদিকে সফর সংক্ষিপ্ত করে বিকেলে নারী ক্রিকেট দলের সদস্যদের চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সেখানে যোগ দিতে সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান ফজলে বারি খান।

এর আগে গত সোমবার চট্টগ্রামে অনুশীলন করতে যান নারী ক্রিকেট দলের সদস্যরা। মঙ্গলবার ও বুধবার নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে অনুশীলন করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়