শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করছে: খাদ্যমন্ত্রী

তরিকুল ইসলাম সুমন: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি যতোটা সহানুভূতিশীল ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে, অতীতের কোন সরকার তা করেনি। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। তার মধ্যে প্রতিবন্ধীদের উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে।

আজ দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি জাতীয় লটারি-২০১৮” এর উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আশা করেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নে দেশের প্রতিটি জনগণ ০১ (এক) টি করে লটারির টিকিট ক্রয় করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) দেশের সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সংগঠন। প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থার উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক পরিম-ল সহ জাতীয পর্যাযে সুপরিচিত সংগঠন যা ১৯৮৫ সাল থেকে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এর ধারাবাহিকতায় বিপিকেএস প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তহবিল সংগ্রহ করার জন্য ২০/- (বিশ) টাকা মূল্যমানের বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর নামে জাতীয় লটারি দেশব্যাপী পরিচালনার জন্য বাংলাদেশ সরকার আগামী ২০-০৬-২০১৮ হতে ১০-০৮-২০১৮ এবং ড্র ১৮/০৮/২০১৮ নির্ধারণ করে অনুমতি প্রদান করেছে।

আনুষ্ঠানে জানানো হয়েছে, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি জাতীয় লটারির প্রথম পুরস্কার ৩০(ত্রিশ) লক্ষ টাকাসহ মোট ৫০ লক্ষ টাকার ৬৬৬টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ড্র অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গ্রহকদের জন্য টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি প্রদর্শণ করবেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি।

মো: আবদুস সাত্তার দুলাল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিপিকেএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ওসমান গণি, ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অধ্যক্ষ ড. নাজমুল আহ্‌সান কলিম উল্লাহ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও জনাব মোস্তফা কামাল মজুমদার, কন্সালটেন্ট এডিটর, দি এশিয়ান এজ সহ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর সিনিয়র নেতৃবৃন্দ ও লটারি টিকিট বিক্রয় এজেন্টগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়