শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতা না হারাতে এই ৫ উপায় মেনে চলুন

ডেস্ক রিপোর্ট : গরমের সময় বাইরের সূর্যের অতিবেগুনি রশ্মি, রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই ছাতা ব্যবহার করেন। কিন্তু এই ছাতা সামলানো অনেক কষ্টকর। অনেকে তো ছাতা হারিয়েই ফেলেন। এমনও দেখা গেছে, কেউ কেউ এক মাসের ব্যবধানে তিন থেকে চার বার হারিয়েছেন ছাতা।

ছাতার দাম খুব একটা বেশি না হলেও এর প্রয়োজনীয়তা অনেক বেশি। একটু কৌশলী হলেই ছাতা হারানো থেকে মুক্তি পাবেন। ছাতা না হারাতে এই পাঁচটি উপায় মেনে চলুন।

১. ছাতার হাতলে সব সময় একটি রাবার ব্যান্ড কিংবা গার্টার লাগিয়ে রাখুন। কোথাও গিয়ে ছাতাটি রাখার সময়ে কিংবা শুকোতে দেওয়ার সময়ে গার্টারটি খুলে আঙুলে লাগিয়ে নিন। এর ফলে বেড়ানোর সময় ছাতাটির কথা মনে থাকবে।

২. সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগে একটি লম্বা প্লাস্টিকের প্যাকেট রাখুন। ছাতাটি শুকনো কিংবা ভেজা যে অবস্থাতেই থাকুক, সেটি ভালো করে প্যাকেটে মুড়ে ফের ব্যাগে ঢুকিয়ে রাখুন। অন্য কোথাও রাখার দরকারই নেই।

৩. ফোনের ওয়ালপেপার ও স্ক্রিনসেভার করে রাখুন ছাতার ছবি। সে দিকে চোখ গেলেই মনে পড়ে যাবে ছাতাটির কথা।

৪. ছাতা নিতে যাতে ভুল না হয়, সে কথা মনে করে দেওয়ার একাধিক অ্যাপও পাওয়া যায়। প্লে-স্টোর থেকে নামিয়ে নেওয়া সম্ভব। দরকারে এই ধরনের অ্যাপও ব্যবহার করতে পারেন।

৫. ছাতা হারানোর প্রবণতা বেশি হলে খুব ছোট ফোল্ডিং ছাতা ব্যবহার না করে বড় ছাতা ব্যবহার করুন। হারানোর সম্ভাবনা অনেকটাই কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়