শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসননীতি; আবারও পৃথকীকরণের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: অভিবাসন বিষয়ে নিজ প্রশাসনের কঠোর অবস্থানের পক্ষে আবারো সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান পরিস্থিতির জন্য ডেমোক্রেটরাই দায়ী বলে মার্কিন কংগ্রেসে এই সংক্রান্ত ‘প্রসহনমূলক’ আইন পরিবর্তনের দাবি জানান তিনি।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে, এবছরের ১৯ এপ্রিল ও ৩১ মে’র মধ্যে অভিবাসন বিষয়ে ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কমপক্ষে দুইহাজার শিশুকে তাদের মা-বাবা ও অভিভাবক থেকে আলাদা করে অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।

বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আইনগুলো পরিবর্তন করুন। কংগ্রেসের জন্য এটিই সুবর্ণ সুযোগ এরকম হাস্যকর ও মান্ধাতা আমলের আইন পরিবর্তনের। তাই এই পরবির্তন এখন সময়ের দাবি। সবসময় মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই সীমান্তগুলোকে সুরক্ষিত রাখতে হবে।’

তিনি বলেন, ‘ডেমোক্রেটরা সবসময়ই একটি সমস্যা। সীমান্তে অপরাধ ও অবৈধ অভিবাসীদের বিষয়ে তাদের কোনও ভ্রুক্ষেপই নেই। এমনকি এমএস-১৩ এর মত অপরাধীচক্রকেও তারা তাদের ভয়ংকর নীতি দিয়ে ঠেকাতে পারেনি। কেননা, তাদেরকে কেবল একেকজন ভোটার হিসেবেই গণ্য করে।’

তিনি আরও বলেন, ‘একটি দেশের যদি কোনও সীমান্তই না থাকে তবে সেটি কোনও দেশই না। আমাদের অবশ্যই অবৈধপথে আসা অভিবাসীদের আটক করতে হবে। ১২হাজার শিশুর মধ্যে ১০হাজার শিশুকে ইতোমধ্যেই তাদের মা-বাবার সঙ্গে ফেরত পাঠানো হয়েছে। এদেরমধ্যে মাত্র ২হাজার শিশু তাদের মা-বাবার সঙ্গে রয়েছে।’ ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়