শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে পুনর্নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: যুক্তরাষ্ট্র চীনকে পুনরায় নির্মাণ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প বলেন, ‘সবাই দেখতে পাচ্ছে চীনের সাথে ঠিক কী কী ঘটছে। আসলে আমাদের সামনে আর কোনও বিকল্পপথ খোলা নেই। এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিৎ ছিলো।’

ট্রাম্প দাবি করেন, ‘আমি তো সবসময়ই বলি যে আমরা মূলত চীনকে পুনর্নির্মাণ করেছি। তারা এতদিন অনেক নিয়েছে। এখন এটিই আসল সময়।’

প্রসঙ্গত, সোমবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরো ২শ বিলিয়ন মার্কিন ডলার শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। তার ভাষ্যমতে, চীন যদি তার অভ্যাস পরিবর্তন করতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে ১০শতাংশ শুল্কারোপ করা হবে। এক বিবৃতিতে তার বাণিজ্য বিষয়ক উপদেষ্টাকে নতুন করে কোন কোন চীনা পণ্যের ওপর শুল্কারোপ করা যায় চিহ্নিত করতে বলেন। এছাড়া, চীন বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ভাবে বাণিজ্যসুবিধা নিয়ে আসছে বলেও দাবি করেন তিনি।

এরআগে, গতসপ্তাহে ৫০বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর ২৫শতাংশ শুল্কারোপ করা হয়। এরপর চীনও ৬৫৯টি যুক্তরাষ্ট্র পণ্যের ওপর ৫০ বিলিয়ন মার্কিন ডলারের শুল্কারোপের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের এ শুল্কারোপ আগামী ৬জুলাই থেকে কার্যকর হবে। এদিকে, হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে আরো ১৬বিলিয়ন সমমূল্যের পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা করছে যা বছরের শেষের দিকে প্রয়োগ করা হতে পারে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়