শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ, র‌্যালির আয়োজন

নূরে আলম আল আমিন : স্বাভাবিকভাবে মাদকাসক্তরা সমাজের এবং পরিবারের বোঝা হয়ে রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়। এ সমস্যার কারণে সমাজে চুরি, ডাকাতি, বিশৃঙ্খলা, খুন, রাহাজানি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বেড়ে যায়। শুধু তাই নয়, তাদের অপকর্মের কারণে সন্ত্রাস বাড়ে। ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ধর্ম-কর্মের বিরুদ্ধে কাজ করতে ভূমিকা পালন করতে দেখা যায়। কোন ধর্মই নেশাগ্রস্তদের এবং নেশা-  খোরদের কোনো ছাড় দেয় না । পরিবারে মাতা-পিতা একটি পরিবারের অভিভাবক।

তাদের আচার-আচরণ, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে একটি সুন্দর-সুখী পরিবার গড়ে তোলা সম্ভব। পরিবারের বয়োজ্যেষ্ঠদের এবং মাতা-পিতার অসাবধানতার কারণে ধীরে ধীরে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। অশিক্ষিত, দরিদ্র এবং শিক্ষিত বেকারদের মধ্যে মাদকের প্রবণতা বেশী থাকে। মাতা-পিতার অবহেলা, পারিবারিক ভাবে অ-বন্ধুসুলভ আচরণে কঠোর ভূমিকা গ্রহণ, অবাধ চলাফেরার সুযোগ, খারাপ বন্ধু-বান্ধবের সাথে অবাধভাবে চলাফেরার কারণে ঐশী নিজের সুন্দর জীবন ধ্বংস করেছে। নিজের সাময়িক রঙিন মুহূর্তকে গুরুত্ব দিয়েছে। এভাবে নিষ্ঠুর নির্মম আচরণে একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেল। উপসংহারে বলতে চাই, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি।

মাদকমুক্ত যুব সমাজ গঠনে আমাদের করণীয় সমাজের সকল ধরনের মাদক বিরোধী অভিযানের সাথে ছাত্র ও যুবকদেরকে সম্পৃক্ত করা। নিজ নিজ এলাকায় মাদক চোরাচালান, বিক্রয় ও বিতরণের ঘাটি উচ্ছেদ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সভা, সমাবেশ, র‌্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী আইন প্রয়োগে সচেষ্ট থাকা এবং মাদক সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

পরিচিতি : শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়/ মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়