শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ে থানার বাথরুমেই ভারতীয় নারীর সন্তান প্রসব!

সুজন কৈরী : ঢাকা রেলওয়ে থানার বাথরুমে সোমবার রাতে এক ছেলে সন্তান প্রসব করেছেন ভারতীয় একজন নারী। তার নাম রোকসানা আক্তার। পরে মা-ছেলেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। মা-ছেলে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে ভর্তি আছেন। চিকিৎসকরা বলছেন, মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

জানা গেছে, রোকসানার বাবার নাম রাসুল এবং মায়ের নাম খায়রুন্নেসা। তাদের গ্রামের বাড়ি ভারতের মাইসুর জেলার বেঙ্গল থানা এলাকায়।

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসছিলেন রোকসানা। পথে গেন্ডারিয়া রেলস্টেশনে ব্যাথা অনুভব করেন। তার সঙ্গে কেউ ছিল না। কমলাপুর রেলস্টেশনে ট্রেন আসলে ট্রেন কর্তৃপক্ষ রোকসানাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন। থানায় আসার পর রোকসানা বাথরুমে যেতে চান। তিনি বাথরুমে গিয়ে বেশকিছুটা সময় নেন। পরে বাথরুম থেকে পুলিশ সদস্যরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। বাথরুমের দরজা খুললে রোকসানাসহ তার সন্তানকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, রোকসানা ভারতীয় নাগরিক। তার স্বামী আব্দুল বাংলাদেশী নাগরিক। রোকসানা বাংলায় কথা বলতে পারেন না। তবে হিন্দিতে কথা বলতে পটু। তার স্বামীর বাড়ি কখনও বলছেন চাঁদপুরে আবার কখনো বলছেন নারায়ণগঞ্জে। ঘটনার দিন স্বামী আব্দুল তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। তবে রোকসানার কাছ পাসপোর্ট নিয়ে নেন তিনি। পাসপোর্টটি থাকলে রোকসানার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হতো। রোকসানা পুরোপুরি সুস্থ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশের পক্ষ থেকে মা-ছেলের দেখভাল করা হচ্ছে। বর্তমানে মা গাইনি ওয়ার্ডে এবং শিশুটি নবজাতক ইউনিটে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়