শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

এম এ রাশেদ ও সজিব খান : ওয়ানডে ব্যাটিংকে গত তিন বছরে নতুন উচ্চতায় তুলে নিয়েছে ইংল্যান্ড। সেই মানদ- বিবেচনায়ও ইংলিশরা এবার উপহার দিল নতুন বিস্ময়। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে ছেলেখেলা করে গড়ল ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। ছাড়িয়ে গেল নিজেদেরই গড়া আগের রেকর্ডকে। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেট এই প্রথম দেখল সাড়ে চারশ ছাড়ানো স্কোর। ২০১৬ সালে এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৪৪৪ রান ছিল ওয়ানডের আগের সর্বোচ্চ রানের রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। ওপেনার জেসন রয় ও অধিনায়ক ওয়েন মর্গ্যানও খেলেছেন খুনে দুটি ইনিংস। ইংল্যান্ডের বিশ্বরেকর্ডের ভিত গড়ে দেয় অসাধারণ ফর্মে থাকা উদ্বোধনী জুটি। বেয়ারস্টো ও রয় আবারও চালিয়েছেন তা-ব। শুরুটায় বিধ্বংসী কিছুর ইঙ্গিত ততটা ছিল না। দুজনের জুটিতে পঞ্চাশ এসেছিল ৪৬ বলে। বয়ারস্টোর সঙ্গে রয়ের উদ্বোধনী জুটিতে ১৫৯ রান এসেছে ১১৭ বলে। জুটি ভাঙলেও ইংল্যান্ডের রানের জোয়ারে বাঁধ দেওয়া যায়নি। শেষ পযর্ন্ত ৫০ ওভারে বেয়ারস্টো ১৩৯, এলেক্স হেলস ১৪৭ ও অধিনায়ক ইয়ন মর্গান ৬৭ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ৪৮১ রান তুলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসে ছিল ২১টি ছক্কা। একটি ছক্কার জন্য ছোঁয়া হয়নি ওয়ানডেতে দলীয় ছক্কার রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়