শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ২০ জুন, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন কোম্পানিগুলো ভয়াবহ মাত্রায় প্রতারণা করছে: গোলাম মোর্তোজা

গোলাম মোর্তোজা: ঈদের ছুটিতে গ্রাম- উপজেলা শহরে দেখলাম গ্রামীণ ফোনের নেটওয়ার্কে বিশ্ময়কর রকমের বাজে অবস্থা তৈরি হয়েছে। আগে যেখানে পূর্ণ নেটওয়ার্ক পাওয়া যেত, এখন সেখান থেকে প্রায় কথা বলা যায়-ই না। আগে যে সব জায়গা থেকে থ্রি জি সংযোগ পাওয়া যেত, এখন সেসব অধিকাংশ জায়গায় অধিকাংশ সময় টু জি সংযোগ পাওয়া যায়। যা দিয়ে আসলে কোনো কাজ করা যায় না। গ্রামীণের কথা বলছি, সম্ভবত অন্যদের অবস্থা আরও খারাপ।

বাংলাদেশের মানুষের সঙ্গে ফোন কোম্পানিগুলো ভয়াবহ মাত্রায় প্রতারণা করছে। বিজ্ঞাপন করছে ফোর জি’র। ঢাকার কিছু এলাকা ছাড়া কোথাও ফোর জি সংযোগ নেই। সারা দেশে থ্রি জি’র কথা বলে গ্রাহকের থেকে টাকা নিচ্ছে, অধিকাংশ জায়গায় অধিকাংশ সময় দিচ্ছে টু জি। ফোন করলে কথা শোনা যাচ্ছে না খারাপ নেটওয়ার্কের কারণে। অথচ গ্রাহকের থেকে পয়সা ঠিকই নিচ্ছে।
সরকারের কোনো সংস্থা জনগণের পক্ষে ফোন কোম্পানিরগুলোর বিজ্ঞাপন দিয়ে করা প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, মনিটরিংও করে না।

দৃশ্যমান ঘটনাক্রম প্রমাণ করে, মোবাইল কোম্পানিগুলো সরকার বা সরকারি সংস্থাগুলো নিয়ন্ত্রণ করে।ফলে প্রতারণায় তারা সব রকমের পৃষ্টপোষকতা পায়।

আর সরকারি টেলিটক তো অবৈধ ভিওআইপি ব্যবসা নামক জনঅর্থ ডাকাতির প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান।জনগণকে সুবিধা দেওয়া তাদের চিন্তার মধ্যেই নেই।

সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজার ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়