শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২০ জুন, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয়’

আসাদুজ্জামান সম্রাট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা নয়। তারা নির্বাচন নিয়ে আলোচনা করতে চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারেন।

ফারুক খান মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৭-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তিনি বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে কথা বলতে চায়। কিন্তু তাদের সাথে আওয়ামী লীগের কোনো কথা হতে পারে না। নির্বাচন নিয়ে তাদের কোনো কথা থাকলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। আমরা দেখেছি তারা ইতিপূর্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে কথা না বলে আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন। এতে আপনারাই বেশি উপকৃত হবেন। দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বিএনপি-জামাতের দোসররা দেশের এই অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না। আর এজন্য নানা ষড়যন্ত্র করছে। এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্যই দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। সর্বশেষ জি-সেভেন সম্মেলনে তার সরব উপস্থিতি এর প্রমাণ বহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়