শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৮, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে শ্বশুর বাড়িতে গিয়ে জামাই হামলার শিকার

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ঈদের দিন শশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই আল আমিন হামলার শিকার হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থা পাড়া গ্রামে।

জানা গেছে- ঘটনাস্থলের বাসিন্দা আক্কাস আলী মন্ডলের মেয়ে জামাই আল আমিন ঈদের দিন তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ি বেড়াতে যায়। সে তার স্ত্রীকে শশুর বাড়িতে রেখে মটর সাইকেল যোগে নিজ বাড়ী কুড়িগ্রাম শহরতলীর ভেলাকোপা এলাকায় আসার পথে হামলাকারীরা তাদের বাড়ীর সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকে। জামাই আল আমিন তাদের বাড়ীর সামনে পৌঁছা মাত্র হামলাকারীরা তার পথ রোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীরা জামাই আল আমিনের ডান হাতের কব্জিতে আঘাত করে তার গলা টিপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় হামলাকারীরা তার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইন, প্যান্টের পকেটে থাকা চাউল বিক্রির নগদ ত্রিশ হাজার টাকা এবং একটি স্যামসাং গ্লাক্সি মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে আল আমিনের স্ত্রী আফরিন এগিয়ে এলে হামলাকারীরা তারও গলায় থাকা দেড় ভরি ওজনের একটি সোনার হার ছিনতাই করে।

এঘটনায় আহত জামাই আল আমিনের বড় ভাই লাবলু মিয়া বাদী হয়ে হামলাকারী হাফিজুর রহমান, হারুন মিয়া, হামিদুল ইসলাম, আহাম্মদ আলী মন্ডল, আকবর আলী মন্ডল, মর্জিনা বেগম ও রঞ্জিনা বেগমকে আসামী করে গত

১৭ জুন রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৬।
আহত জামাই আল আমিন জানায় হামলাকারীদের বিরুদ্ধে আমি একটি জোরপুর্বক ধানকাটার মামলা করেছিলাম। যার জিআর নং ৬৫/১৮। ওই মামলায় হামলাকারী হারুন মিয়া ১১ দিন হাজতবাস খেটে জামিনে বেড়িয়ে এসে ওরা আবারো ঈদের দিন আমার উপর হামলা চালালো। আমি এঘটনার বিচার উপযুক্ত বিচার চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়