শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব চীনের; ভারতের প্রত্যাখ্যান

মনিরা আক্তার মিরা: ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও ঝাউহুই তার দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছে। কিন্তু ভারত দ্রুত এই পরামর্শ প্রত্যাখ্যান করে বলেছেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় দেশের ভূমিকা কোন প্রয়োজন নেই।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে তিন দেশের মধ্যে একটি বৈঠকের জন্য চেষ্টা চালিয়েছিলেন লুও। ভারতের দিল্লিতে সোমবার এক সেমিনারে লুও বলেন, “যদি চীন-রাশিয়া-মঙ্গোলিয়া ত্রিপক্ষীয় জোট গঠন সম্ভব হয় তাহলে কেন চীন, পাকিস্তান ও ভারতকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব না?”

লুও বলেন, যোগাযোগ, সহযোগিতা, চুক্তি ও নিয়ন্ত্রণ ভারত এবং চীনের মধ্যকার অচল সম্পর্ককে সচল করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। পরে এক টুইট বার্তায় তিনি বলেন, চীন ও ভারতের মধ্যে পাঁচটি ‘সি’- কমিউনিকেশন, কোঅপারেশন, কন্ট্রাক্টস, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল প্রাধান্য পেতে পারে।

গত বছর ভারত-চীন-ভুটান টাইজাংশনে ৭৩ দিনব্যাপী সীমান্ত অচলাবস্থা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা দোকলামের মত আরেকটি ঘটনা সৃষ্টি করতে পারি না। সীমান্তে শান্তি রক্ষার জন্য যৌথ প্রচেষ্টা চালাতে হবে আমাদেরকে’। এ ধরনের বিরোধ নিরসনের জন্য পরস্পরের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান প্রয়োজন বলে লিও জানান। হিন্দুস্তান টাইমস, সাইথ এশিয়া মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়