শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৯:৩১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া ইস্যুতে মার্কিন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মনিরা আক্তার মিরা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া এবং কোরিয়ান উপদ্বীপের সমস্যা নিয়ে ফোনে কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়েছে।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের করা সিরিয়া বিষয়ক যুদ্ধবিরতি চুক্তিটি পুনরায় জোরদার করবে পম্পেও বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

এছাড়াও ফোন আলাপটিতে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও দুই মন্ত্রী কথা বলেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিবৃতিতে পম্পেও এবং ল্যাভরভের যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক নিয়ে আলোচনার কথাও উল্লেখ করেছে। কিন্তু মার্কিন কূটনীতিকরা কোরিয় উপদ্বীপের ব্যাপারে কথা বলেছেন কিনা তা যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করলেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেকটা অচল অবস্থায় রয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়