শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

এইচ এম মিলন, কালকিনি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস খাদে পরে চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১২ জন বাসযাত্রী। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) ভোরে উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত বাসচালকের নাম রবিউল ইসলাম(৩২)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হাসেম বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহন যাত্রীবাহী বাসটি বরিশাল যাচ্ছিল। ভোরের দিকে পান্তাপাড়া নামকস্থানে এলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে করে বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসচালক রবিউল ইসলাম। অপরদিকে আহত ১২জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা নিত্যগোপাল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করি। যাত্রীবাহী বাসটির উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে। বাস চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ দূর্ঘটানার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়