শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ চীনের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: চীনা পণ্যের ওপর নতুন করে আরো ২শ বিলিয়ন মার্কিন ডলারের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হুমকিকে অনেকটা ব্ল্যাকমেইল বলেই মনে করছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব বলে চীন।

চীনের মতে, যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ এক হুমকি বাণিজ্য ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গণে অত্যন্ত হতাশা সৃষ্টি করেছে। সব পক্ষীয় ঐকমত্য থেকে আলাদা হয়ে গেছে দেশটি বলেও অভিযোগ করেছে চীন। তবে এ বিষয়ে দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি অযৌক্তিকভাবে শুল্কারোপ করতে থাকে সেক্ষেত্রে তারাও কোনো ছাড় দেবেনা। বরং আরো শক্তিশালী এবং কঠোর ব্যবস্থা নেবে।

অন্যদিকে, চীনের পক্ষ থেকে যে বিশ্বায়ন ও উন্মুক্ত বাণিজ্যের যে কথা বলা তাকে মার্কিস পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পুরো বিষয়টিকে একটি রসিকতা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, ট্রাম্প সোমবার এক বিবৃতিতে তার বাণিজ্য বিষয়ক উপদেষ্টাকে নতুন করে কোন কোন চীনা পণ্যের ওপর শুল্কারোপ করা যায় চিহ্নিত করতে বলেন। ট্রাম্পের মতে চীনের জন্য হুমকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, গাড়ি এবং নৌ-যন্ত্রাংশ। এছাড়াও চীন বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ভাবে বাণিজ্য সুবিধা নিয়ে আসছে বলেও দাবি করেন তিনি। এএফপি, ই্য়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়