শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার সমর্থক দম্পতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থক দম্পতিকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার নগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকার বাসিন্দা মৃত সরো হওলাদারের ছেলে এনামুল কবির শুকুর (৩৫) ও তার স্ত্রী মিনুয়ারা বেগম (২২)। খবর পরিবর্তন ডটকম’র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপে গত শনিবার আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে। এরপর মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে।

এরপর রোববার রাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে স্থানীয় বাসিন্দা নওশেদ আলীর ছেলে মিরাজের সঙ্গে লিটন ও কালামের ধাক্কাধাক্কি হয়। এ সময় আহত শুকুর দু’জনের ঝগড়া মিটিয়ে দেন।

এ ঘটনার জের ধরে সোমবার সকালে ব্রাজিল সমর্থক লিটন, ফিরোজ, কালাম, গরু রনি, ইয়াছিনসহ কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে ডেকে আনেন।

এ সময় মহেশ্বরপাশা গাজীর মোড় এলাকায় তার নিজ বাড়ির সামনে হোটেলের মধ্যে চায়নিচ কুড়াল ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। স্বামীকে বাঁচাতে শুকুরের স্ত্রী মিনুয়ারা এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এছাড়া শুকুরের শরীরে ভারী কিছু দিয়ে পেটানোয় জখম হয়েছে।

এদিকে, অপর ঘটনায় সোমবার বিকেলে মহানগরী নিরালা বাগমারা কালিপদ এলাকার বাসিন্দা হাফেজ মো. ওবায়দুল্লাহ (২৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।

পূর্বশত্রুতার জের ধরে রাজু নামক এক যুবকসহ ৮/১০ জন তাকে ডেকে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জনা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়