শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৪ বছরের মধ্যে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন র‌্যাঙ্কিং

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে বল টেম্পারিং কেলেঙ্কারির পর ছন্দ হারিয়ে ফেলেছে ক্রিকেটের অন্যতম সেরা এই দলটি। তারই ধারাবাহিকতায় ৩৪ বছরের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছে দলটি। আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ নম্বরে। সর্বশেষ ১৯৮৪ সালে ৬ নম্বরে অবস্থানে ছিল অজিরা। তালিকার শীর্ষে আছে ইংল্যান্ড।
মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া। এ ঘটনায় যুক্ত থাকায় শাস্তি পেতে হয় তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনিং ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে। স্মিথ ও ওয়ার্নার ১২ মাস ও ব্যানক্রফট ৯ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। পরে পদত্যাগ করেছিলেন কোচ ড্যারেন লেম্যানও।

টিম পেইনের নেতৃত্বে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে বসেছে তারা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে পরবর্তী ৩ ম্যাচের অন্তত একটিতে জিততে হবে তাদের। তবেই পাকিস্তানকে হটিয়ে ৫ নম্বরে উঠে আসতে পারবে অস্ট্রেলিয়া।
র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলির ভারত। তারপরই দক্ষিণ আফ্রিকার অবস্থান। বাংলাদেশ তাদের ৭ নম্বর অবস্থান ধরে রেখেছে।
সূত্র : ক্রিকইনফো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়