শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদীর প্যারোলে মুক্তির আবেদন

আমিন মুনশি: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। তার ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী (৫৭) মারা যাওয়ায়, তার জানাজায় অংশ নিতে এ আবেদন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে সাঈদীর পরিবার এ আবেদন করে।

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জানান, আজ (সোমবার) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির সাঈদী মারা যান। তার নামাজের জানাজা বড় ভাই কারাবন্দী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পড়ানোর জন্য শেষ অসিয়ত করে গেছেন। এ জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে হুমায়ুন কবির সাঈদীর জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত -১। পরে উভয়পক্ষ আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়