শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৯:১৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াতের অর্ধশত নেতাকর্মী আটক

আমিন মুনশি: গোপন বৈঠক চলাকালে ফরিদপুরের ভাঙ্গায় জামায়াতের জেলা ও উপজেলার নেতাসহ প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামুখি গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে তাদের আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে চান্দ্রা ইউনিয়নের সোনামুখি গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে সকালে ৪৬ জন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরও জানান, ভাঙ্গা জামায়াতের উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে ভোর রাত থেকে তারা ওই মসজিদে গোপন বৈঠক শুরু করে। আটককৃতদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি জেনারেল ডা. এনায়েত হোসেন, জেলা শাখার সাবেক আমির ও বর্তমানে অঞ্চল সহকারী মো. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার নেতারা রয়েছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, আটককৃতদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা সেক্রেটারি জেনারেল ও জেলার নেতা রয়েছেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন বইসহ বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়