শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যাকবলিতদের দেখতে মৌলভীবাজারে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানিয়েছেন সোমবার (১৮ জুন) মৌলভীবাজার আসেন দূর্যোগ, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী মোফজ্জল হোসেন মায়া। তিনি ২-১ টি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। আরো বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও আসছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার্স এর একটি ইউনিট, জেলা পুলিশ, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন, স্বাস্থ্যবিভাগ, ফায়ার সার্ভিস, বিএনসিসি, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও নিয়োজিত আছে। মৌলভীবাজার জেলায় বন্যায় ৫ উপজেলার ৩০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০ হাজার ২০০ পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে জানান জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। মৌলভীবাজারে বন্যায় আক্রান্তদের উদ্ধারে কাজ করছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং জানানো হয়, জেলায় স্মরণ কালের মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধির কারণে বন্যা প্রতিরক্ষা বাঁধের ২৫ স্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বন্যাকবলিত এই জেলায় ৫০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ৫৩৯০ জনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। মৌলভীবাজার সদরে খোলা হয়েছে ৬ টি। এছাড়াও বেসরকারি উদ্যোগে আরো কয়েকটি খোলা হয়েছে যেখানে বিএনসিসি,স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খিছুরি রান্না করে বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক জানান সেনা বাহিনীর ৪ টি টিম বন্যা দূর্গত এলাকায় কাজ করছে। তারা পানি বন্দিদেও উদ্ধারের কাজে ১৮টি স্পীডবোট ব্যবহার করছে। জেলা প্রশাসক প্রেস ব্রিফিংএ আরো জানান নগদ ৯ লাখ ৪০ হাজার টাকা, ৭শ ৪৩ মেট্রিক টন চাইল বরাদ্ধ করা হয়েছে। মজুদ আছে ১ হাজার ৩৭ মেট্রিকঁন চাউল। আরো বরাদ্ধ হয়েছে ৫০০ মেট্রিক টন চাউল ও নগদ ১০ লক্ষ টাকা। ৩ হাজার শুকনো খাবারের প্যাকেট আশ্বাস মিলেছে। শহরের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবির ৪ টি গাড়ি টহল দিচ্ছে। সিভিল সার্জনের নেতৃত্বে ৭৪ টি মেডিকেল টিম বন্যাকবলিত এলাকায় কাজ করছে। দুর্গত এলাকা থেকে জরুরী যোগাযোগের জন্য একটি (০১৭২৪৬৮৫৭৮৪) হটলাইন খোলা হয়েছে। বন্যাকবলিত এই জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়