শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদরের বানিয়াপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম মতিজন বেওয়া (৫৫)। তিনি বানিয়াপাড়া (কাচারীপাড়া) গ্রামের মৃত জয়েন উদ্দীনের স্ত্রী।

রোববার দিবাগত রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। জয়পুরহাট সদেরর বম্বু ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আসাদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়পুরহাট থেকে বগুড়ায় নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক মোটরসাইকেলটি আটক করেছে।

নিহতের পারিবিরিক সূত্রে জানা যায়, জয়পুরহাট সদরের ধারকী গ্রামে ক্যান্সার আক্রান্ত মেয়েকে দেখে সন্ধ্যায় বাড়িতে আসেন মতিজন বেওয়া। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী এক জায়ের বাড়ি থেকে নিজ বাড়িতে রওনা দেন। তিনি রাস্তা পারাপারের সময় জয়পুরহাট থেকে কালাইগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়