শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ১১:১২ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৮, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যানের ভেতরে লুকিয়ে রাখা ছিল শিশু নিনাদের লাশ

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁওয়ে ৮ বছরের শিশু সাফওয়ান নিনাদকে হত্যা করে বেকারির ভ্যানের ভেতর লাশ গুম করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। শিশুরা খেলার সময় ভ্যানে লাশটিকে দেখতে পায়। তবে এই হত্যাকাণ্ডের কারণ মেলাতে পারছে না নিহত শিশুর পরিবার।

রোববার এই ঘটনায় খিলগাঁও থানায় শিশুটির বাবা স্বপন ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে শনিবার দুপুরে খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়া কাঁচাবাজার বাইতুন নূর জামে মসজিদের পাশের একটি ভ্যান থেকে সাফওয়ান নিনাদের লাশ উদ্ধার করে স্বজনরা। চাঁদ রাতে শিশুটি তার সহপাঠী ও প্রতিবেশী অন্যান্য শিশুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। খবর বাংলা ট্রিবিউন’র।

শিশুটির মামা এসএম মুন্না মিয়া বলেন, ‘শুক্রবার চাঁদরাতে ৮ টার দিকে আমি নিনাদকে কিছু টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করতে পাশের একটি দোকানে পাঠাই। সেখান থেকে এসে নিজে নিজে গোসল করে, নতুন জামা, জুতা পরে রাত ৯ টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার কথা বলে বাসার সামনে যায়। বাসার বাইরে অন্যান্য শিশুরা যখন আতশবাজী ফুটাচ্ছিল, তখন তাদের সঙ্গেই ছিল। তবে রাত ১০টা পার হওয়ার পরও সে না আসায় আমরা খোঁজাখুজি শুরু করি। রামপুরা, বনশ্রী, খিলগাঁওয়ের সকল এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।’

এরপর স্বজনদের বাড়িতেও খোঁজ নেয় নিনাদের পরিবার। তবে কোথাও তার সন্ধান না পেয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

ঈদের দিন সকাল থেকে আবার খোঁজাখুজি করে নিনাদের পরিবার। সোয়া দুপুর ১টার দিকে তারা খবর পায় ভুইয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত প্লটে রাখা বেকারির ভ্যানের ভেতরে এক শিশুর লাশ রয়েছে। এরপর সেখানে তারা দৌঁড়ে যায়। সেখানে গিয়ে গলায় পলিথিন প্যাঁচানো অবস্থায় নিনাদের লাশ শনাক্ত করেন। সেখান থেকে নিনাদের বাসার দূরত্ব প্রায় ৫০০ গজ। পরবর্তীতে পুলিশ ও স্বজনরা তার লাশটি নিয়ে যায়।

রোববার মেরাদিয়া কবরস্থানে নিনাদের লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন তার মামা মুন্না। তিনি বলেন, ‘আমরা আজ নিনাদের লাশ দাফন করেছি। এরপর নিনাদের বাবা স্বপন ব্যাপারী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। পুলিশ মামলাটি তদন্ত করছেন।’

তবে কারা নিনাদকে হত্যা করেছেন, তা এই মুহূর্তে ধারণা করতে পারছে না তার পরিবার। নিনাদ বাবা-মায়ের সঙ্গে মেরাদিয়ার ভুইয়াপাড়া এলাকার ২১৫/৫ নম্বর বাসায় থাকতো। সে বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়।

এই হত্যাকাণ্ড তদন্ত করছে খিলগাঁও থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘শিশুটি নিখোঁজের পর প্রথমে তার পরিবার একটি জিডি করেছিল। এরপর তার লাশ উদ্ধারের পর বাবা মামলা করেছেন। আমরা মামলাটি তদন্ত করছি। তবে এখনও কাউকে আটক করা যায়নি। আমরা শিশুটির পরিবারের সঙ্গে অন্যান্য পরিবারের কোন দ্বন্দ্ব ছিল কিনা, তা খতিয়ে দেখছি। তবে এখনও বলার মতো কিছু পাওয়া যায়নি।’

নিহত নিনাদের পরিবার জানিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ ও মামলা আছে। সেই বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়