শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুযোগ ‘কাজে’ লাগিয়েছেন তারা!

নিজস্ব প্রতিবেদক : সবকিছু ঠিক থাকলে বছরের শেষের দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে সময় দেওয়া শুরু করেছেন। তারা রমজানের পুরোমাসে কয়েক দফা নির্বাচনি এলাকায় ঘুরে এলেও ঈদকেন্দ্রিক প্রচারণায় সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষমতাসীন দলটি কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই নিজ নিজ নির্বাচনি এলাকায় চলে গেছেন। কেন্দ্রীয় অনেক নেতাই এবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেননি। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। খবর বাংলা ট্রিবিউন’র।

অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগ আগামী নিশ্চিত বিজয়ের লক্ষ্যেই কাজ করছে। সেই চিন্তা থেকেই এবার ঈদে রাজধানীতে না থেকে নিজ নিজ এলাকার ভোটারদের মন জোগানোর চিন্তায় মনোনিবেশ করেছেন নেতারা।

প্রসঙ্গত, এবার ঢাকায় ঈদ করেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। গত ১৪ জুন নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলে গেছেন তিনি।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও। এরআগেও তিনি নিজ এলাকার ঝালকাঠির মানুষের সঙ্গে দেখাও করে এসেছেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদের সময় ছিলেন তার নির্বাচনি এলাকা ভোলায়।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ঈদ করছেন তার নির্বাচনি এলাকা ফরিদপুরে। ইতোমধ্যে গত ১০ দিন তিনি এলাকায় অবস্থান করছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঈদ করছেন নিজ নির্বাচনি এলাকা ঢাকার মোহাম্মদপুরে। যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি নিজ এলাকা চাঁদপুরের মানুষের সঙ্গে ঈদ করছেন। এছাড়া আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানও ঈদ করছেন তার নিজ এলাকা ফরিদপুরের মানুষের সঙ্গে।

সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করছেন। নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করেছেন সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। পাশাপাশি আরেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও ঈদ করছেন নিজ এলাকা চট্টগ্রামে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘এবারের ঈদে আওয়ামী লীগ নেতারা ঢাকার চেয়ে নিজ নিজ নির্বাচনি এলাকাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ‘এ কারণেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও নেতাদের উপস্থিতি কম ছিল।’ অবশ্যই ঈদের পর দিন থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়